অনলাইন ডেস্ক♦♦
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগ ট্রাফিকের ওয়ারী জোনের জুরাইনের ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) সহযোগিতায় সন্তান ফিরে পেল চান্দিনার হায়াতউল্লাহ।
গত শুক্রবার রাত ৮ টার দিকে পিতার কাছে ছেলেকে হস্তান্তর করেন টিআই ইছমাইল। এ ব্যাপারে ফিরে পাওয়া সন্তান সাব্বিরের পিতা জানান, গত শনিবার (২৫মে) তাঁর ছেলে সাব্বির (১৩) কুমিল্লার চান্দিনা এলাকা থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পাইয়া থানায় সাধারন ডায়রী করেন। এবং বিভিন্ন সামাজিক মাধ্যম, এমনকি মাইকিং করা হয়।
এদিকে গত ৩১ মে শুক্রবার জুরাইনের ট্রাফিক ইন্সপেক্টর ইছমাইল সন্ধ্যা ৭ টায় জুরাইন রেলগেইট থেকে সাব্বিরকে উদ্ধার করেন। অবশেষে নিখোঁজ সাব্বিরের খোজে চান্দিনা থেকে আসা নিখোঁজ সাব্বিরের বড় ভাই কাউসার সিকদারের হাতে তোলে দেন। এই ঘটনায়, ট্রাফিক ওয়ারী ডিভিশন ও টি আই ইছমাইলকে কৃতজ্ঞতা জানিয়েছে কুমিল্লা থেকে আসা সাব্বিরের পরিবার৷
এ ব্যাপারে টিআই ইছমাইল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় জুরাইন রেলগেট এলাকায় আমি, সার্জেন্ট ইয়াছিন ও কনস্টেবল শরীফের তৎপরতায় সাব্বিরকে উদ্ধার করি। পরবর্তীতে খোঁজে আসা তাঁর বড় ভাই কাউসার সিকদারের নিকট সাব্বিরকে হস্তান্তর করি।