বিনোদন ডেস্ক♦♦
খলনায়ক চরিত্রে ডিএইচ রানা ‘জীবন মানে যন্ত্রণা’ নাটকে ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মঞ্চে। তেমনি পারফরমেন্সের যোগ্যতা বলে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা অর্জন কুড়িয়ে নিয়েছেন আন মনে।
গত (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র বিক্রমপুর শিল্পী গোষ্ঠীর ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘জীবন মানে যন্ত্রণা’ নাটকের মঞ্চায়ন করা হয়েছে।
জানাগেছে, বিক্রমপুর শিল্পী গোষ্ঠী আয়োজিত ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রুবেল হোসেন টুকু রচিত ও পরিচালিত “জীবন মানে যন্ত্রণা ” এ নাটক।
খলনায়ক চরিত্রে অনবদ্য অভিনয় এর জন্য শক্তিমান অভিনেতা ডিএইচ রানা’কে সম্মাননা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল হামিদ কুরদু,প্রধান বক্তা এডভোকেট আবদুর রাজ্জাক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র শক্তিমান অভিনেতা সুব্রত,কন্ঠ শিল্পী জাকির হোসেন আখের ও জেসি আক্তার প্রমূখ।