জ্যেষ্ঠ প্রতিবেদক:
এবারের বইমেলায় আসছে কবি, অনুবাদক ও সাংবাদিক জাহানারা পারভীন এর ‘সেলাই করা ঠোঁট’। বইটি প্রকাশ করেছে অনন্য প্রকাশনী।
১৯৭৫ সালের ৩০ মেয জন্মগ্রহণ করেন জাহানারা পারভীন।
পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক, লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে বাংলাদেশের প্রথমসারির অসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার প্রকাশিত বই সমূহের মধ্যে রয়েছে : ‘নোঙরের গল্প বাচাচ্ছি’ (২০০২ কাব্যগ্রন্থ) বর্নায়ণ, ‘নিদ্রা সমগ্র’ (২০০৫ কাব্যগ্রন্থ) সময় প্রকাশন, ‘মা হাওয়ার সন্তান’ (২০০৯ কাব্যগ্রন্থ) সময় প্রকাশন, ‘জলবৈঠক’ (২০১০ কাব্যগ্রন্থ ) সময় প্রকাশন, ‘স্কুল বলতে তোমাকেই বুঝি’ (কাব্যগ্রন্থ) নালন্দা প্রকাশনী, ‘রিলকে নৈঃশব্দে ও নি:সঙ্গতায় (প্রবন্ধ) বেঙ্গল ফাউন্ডেশন, ‘এবং এলিয়ট’ (প্রবন্ধ) বেঙ্গল ফাউন্ডেশন।
তিনি কবিতার জন্য পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ‘কৃত্তিবাস পুরস্কার’ ২০১১, জাতীয় কবিতা পরিষদের ‘শামসুর রাহমান সম্মাননা’ (২০০৭) ‘শব্দগুচ্ছ পুরস্কার’ (২০১২), ছোটকাগজ ‘চৈত্রসংক্রান্তি সম্মাননা’ (২০০৭)।
কেএইচ