কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইকুরিয়া বাজার আ’লীগের উদ্যোগে ৮০০ অসহায় পরিবার পেল খাদ্য সামগ্রী। গতকাল রোববার ইকুরিয়া বাজার আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে ৫কেজি করে আটশ পরিবারের মাঝে এ চাল প্রদান করা হয় । ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজি মোঃ ওহেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই. মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ বাসের উদ্দিন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আওলাদ হোসেন শুক্কুর , দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম ভান্ডারী,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হাজি মোঃ সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ লুৎফর রহমান সেলিম, মজিবর রহমান, আসাদুজ্জামান আসাদসহ প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রায় ৫ কেজি করে প্রায় ৮শত পরিবারকে ৪ হাজার কেজি চাল বিতরণ করা হয়।