মো.মহসিন রেজা,শরীয়তপুরঃ
সাবেক ডেপুটি স্পীকার শরীয়তপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কর্নেল (অবঃ) শওকত আলী সোমবার ১৬ নভেম্বর সকাল সাড়ে নয়টার সময় ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন।তিনি ১৯৪৬ সালে নড়িয়া উপজেলার লোংসিং গ্রামে সম্ভ্রান্ত মূসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। মৃত্যুর সময় তার দুই ছেলে এক মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।কর্নেল (অবঃ) শওকত আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আগামীকাল ১৭ নভেম্বর শরীয়তপুরের নড়িয়ার উপজেলার বিএল উচ্চ বিদ্যালয় মাঠে জোহরের নামাজের পর জানাযা অনুষ্ঠিত হবে জানাযা শেষে নড়িয়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।