নিজস্ব প্রতিবেদক◊◊
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
আজ (১৬ ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৬ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাগেছে, ভোর সাড়ে ৬ টা থেকে ১০টি টিমে বিভক্ত হয়ে সংগঠনের সহ সভাপতি, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক কাজী শহিদুল্লাহ লিটন ও সদস্য সচিব সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা’র নেতৃত্বে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ৩’শ জন স্বেচ্ছাসেবক ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলার দায়িত্ব পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও জাতীয় পরিষদের নেতাকর্মী প্রমূখ।