“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক ( SLCRDCR-।।) প্রকল্পেসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থার আয়োজনে পুরাতন উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা ও ফায়ার সার্ভিস ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-।।) প্রকল্পের আওতায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ভোলান্টটিয়ারগণ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটারগণ অগ্নি নির্বাপণ নিয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।