আনিছ আহমেদ,শেরপুর♦♦
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রীবরদী কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফখরুজ্জামান সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ- সহকারী প্রকৌশলী সুব্রত দাশ, শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম,সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Tags: জাতীয়