অনলাইন ডেস্ক♦♦
প্রেম, দ্রোহ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
আজ (২৭ আগস্ট) রবিবার সকাল ৭ ঘটিকার সময় রাজধানীর শাহবাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী নজরুল ইসলামের দৌহিত্র খিলখিল কাজী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিষ্টি কাজী ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিচালক মোঃ জাফর আলী, সমন্বয়কারী শেখ ফয়েজ আহমেদ, সদস্য মোঃ আব্দুল আলিম, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ রাজিয়া মোস্তফা, নজরুল প্রেমিক সৈয়দ মনজুর হোসেন ঈসা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tags: জাতীয়