স্টাফ রিপোর্টারঃ
১৫ আগস্ট জাতির পিতার স্মরণে বিন¤্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ভান্ডারিয়া উপজেলার সাংবাদিক আরিফ বিল্লাহ ডালিম। জানাগেছে, পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার “জাতীয় দৈনিক বঙ্গজননী” পত্রিকার সাংবাদিক ডালিম, বঙ্গ পরিবারকে রক্তে মাংসে আপন প্রাণে ভালো বাসেন। তিনি প্রতিটি অংশে জাতির জনক বঙ্গবন্ধুকে তাঁর স্মৃতির রূপতত্ত¡ বুকে ধারণ করে রেঁখেছেন।
সাংবাদিক আরিফ বিল্লাহ ডালিম বলেন, বঙ্গবন্ধু এদেশের জাতির পিতা হিসেবে স্মৃতি মাখা নক্ষত্র একজন সাদা মনের মানুষ ছিলেন। তাঁর ইতিহাস ও স্মৃতিচারন এখনও প্রতিটি পদে পদে চোঁখে ভেঁসে উঠে। তিনি জন্ম না হলে এদেশ কখনোই স্বাধীন হতোনা। তাই এদেশ যাদের হাতে স্বাধীন হয়েছে, সেই সকল বীর শহীদদের প্রতি স্ব-হৃদয়ে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।