মোঃ গোলাম মোস্তফা,নান্দাইল◊◊
নান্দাইল উপজেলার ১ নং বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্ৰামে জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানাবা মার্জিয়া রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার এর অনুপস্থিতিতে, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরুন্দি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কাজী মঞ্জুর মোর্শেদ, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলী আহসান খান উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখার সাবেক কোষাধ্যক্ষ মোঃ আবুল কাশেম ( বি ডি আর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং বীরবেতাগৈর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, দৈনিক যুগান্তর পত্রিকার নান্দাইল প্রতিনিধি শামছ – ই -তাবরীজ রায়হান, দৈনিক সমকাল প্রতিনিধি প্রবাল মজুমদার, মোঃ আল আমিন ও মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
ক্রীড়া অনুষ্ঠান শুরুর পূর্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মার্জিয়া রেবেকা সুলতানা স্বাগতিক বক্তব্য রাখেন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলি আফজল খান স্যারের স্মরণে সকলে দাঁড়িয়েএক মিনিট নীরবতা পালন করেন এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।