আনিছ আহমেদ,শেরপুর◊◊
শেরপুরে ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সিএনজি-ট্রাক সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু থে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে সহ সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছেন। অপর দুই যাত্রী এবং সিএনজি ড্রইভারকে গুরুতর আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তাতালপুর বাজার এলাকায় বলেশ্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে (নাম্বার ঢাকা মেট্রো- ট ২০৬৪১৪) আটক করেছে সদর থানা পুলিশ। তবে ড্রাইভার ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
নিহতরা হলে মো. রফিক (৪১) ও তার ছেলে রাব্বী(১৪)। তারা নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের লোহালিয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, মো. রফিক তার ছেলে রাব্বীকে ডাক্তার দেখিয়ে শেরপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। এ দুর্ঘটনায় নিহত অপরজন হলেন কলেজ ছাত্র জুবাইল আহমেদ (১৮)। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝিকান্দা খামারপাড়া গ্রামের বাসিন্দা।
অপরদিকে আহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ি বাজার এলাকার বানিয়াপাড়া এলাকার ফুল মাহমুদের ছেলে ড্রাইভার হাবিব(৩৫) এবং সিএনজির যাত্রী কালিবাড়ী বাজারের সুভাস চন্দ্র পালের ছেলে সৌমিক সুভ পাল (১৫) ও নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার আবেদ আলী হাজীর ছেলে মোহাম্মদ আলী (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে শেরপুর-ঝিনাইগাতি সড়কের পৌর এলাকার তাতালপুর বলেশ্বর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা চালবাহী একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যান। বিকট শব্দে সংঘর্ষের শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের পাঠায়। হাসপাতালে আনার পর গুরুতর আহত আরো এক যাত্রী মারা যান।
Tags: ছেলেকে