অনলাইন ডেস্ক♦♦
বিনামূল্যে ড্রাইভিং ট্রেনিং দেশে সুবিধা বঞ্চিত অনেক নারী শ্রমিক বা আয়া হিসাবে কাজ করতে বিদেশে যায়। তারা যদি ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করে দেশে অথবা দেশের বাইরে কাজ করে তাহলে সম্মান এবং আর্থিক সচ্ছলতা দুই দিক দিয়েই লাভবান হবে । তাই ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল’ নামে একটি প্রতিষ্ঠান বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণের মতো ব্যতিক্রম উদ্যোগে হাতে নিয়েছে।
আজ (২৮ মে) রবিবার রাজধানীর কয়েকটি জায়গায় ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল’ নামের একটি প্রতিষ্ঠান চালু করা হয়েছে। এখানে ফ্রি ড্রাইভিং শেখার কথা রয়েছে।
এছাড়াও তৃতীয় লিঙ্গ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রশিক্ষিত শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য সরকার ও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন উদ্যোক্তারা।
উল্লেখ্য; নির্ধারিত কিছু শর্তসাপেক্ষে এ বিনামূল্যে ড্রাইভিং ট্রেনিং কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।