সাখাওয়াত হোসেন,পাবনা◊
পাবনার চাটমোহরে বেলা ও বড়াল রক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে ”অপরিকল্পিত স্লুইসগেট ও দখল-দূষণের কারণে প্রাণহীন বড়াল নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাটমোহর উপজেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে এবং হারডো’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম মধু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: মমতাজ মহল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেহেদী জাহান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রসেনজিৎ চন্দ্র রায় প্রমুখ।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি
(বেলা’র) রাজশাহী অফিসের সমন্বয়কারী তন্ময় কুমার স্যানাল। মূখ্য আলোচকের বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে এ সভার প্রধান অতিথি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহল বলেন, “আমাদের দেশ প্রেমিক হতে হবে। আইন দিয়ে, প্রকল্প দিয়ে সবকিছু রক্ষা করা সম্ভব নয়। পরিবেশ নিয়ে আমরাও সঙ্কিত। আগামী প্রজন্মের বাস যোগ্য পরিবেশ তৈরি করে রেখে যাওয়া আমাদের সকলের দায়িত্ব। বিল্ডিং কোড মেনে আইনের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। জাতীয় সম্পদ রক্ষায় নিজের সচেতন হতে হবে। সকলের দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি হতে হবে। বড়াল নদী জাতীয় সম্পদ, এটা রক্ষায় আপনাদের সোচ্চার হতে হবে।”
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, চাটমোহর প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, সহকারি অধ্যাপক আগমনী চক্রবর্তী, দৈনিক আমাদের বড়ালের সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এস.এম. হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে.এম.বেলাল হোসেন স্বপন, দৈনিক যুগান্তরের চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র কুমার তালুকদার, মধুমালা ভট্টাচার্য, ইউপি সদস্য মোছা. শাহানা বেগম, ইউপি সদস্য মোছা. বীথি খাতুন প্রমুখ।
আলোচকগণ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সিএস ম্যাপ অনুযায়ী বড়ালের সীমানা চিহ্নিত করে দখল-দূষণ মুক্ত বড়াল নদীকে ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় আনা প্রয়োজন। বড়ালে নদীতে অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করা প্রয়োজন, নদীতে পোল্ট্রি ও ডেইরি খামারের বর্জ্য ফেলার লাইন সংযোগকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
বড়ালনদী বর্তমানে ভাগাড়ে পরিণত হয়েছে। বড়াল নদী আন্দোলন সমন্বয়হীনতা লক্ষ্যনীয়। জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে স্থানীয় স্টেক হোল্ডারদের সমন্বয় সাধন করা প্রয়োজন। এছাড়াও আন্দোলনকে গতিশীল করে বাপা ও বেলার সহায়তায় জনসচেতনতা বৃূদ্ধিতে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। বড়াল নদীকে বিআইডাব্লিউটিএ’র তালিকাভূক্ত করার চেষ্টা করতে হবে।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষক, মৎস্যজীবী,
চাটমোহর যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল-শিহাবসহ সুশীল সমাজের অর্ধ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।