সাখাওয়াত হোসেন,পাবনা♦
পাবনার চাটমোহরে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়ছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের পুরাতন বাজার এলাকায় ডিলার তরুন পালের দোকানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মমতাজ মহল।
এ সময় ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য পরিদর্শক আব্দুর রউফ খান, উপ-খাদ্য পরিদর্শক জাকির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাটমোহরে ওএমএস কার্যক্রম চালুর প্রথম দিনেই চাল কিনতে নারী-পুরুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকালে ওএমএস ডিলারের দোকানে চাল বিক্রি শুরু হওয়ার সাথে সাথে নিম্ন, মধ্যবিত্ত পরিবারের নারী-পুরুষ ভিড় জমায়। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সারাদেশে ওএমএসের আওতায় চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। এ ছাড়া টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীরাও কিনতে পারবেন ওএমএসের চাল।
চাটমোহর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, চাটমোহর পৌর এলাকায় ৪টি কেন্দ্রের মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। প্রতিটি ডিলার সপ্তাহের ৪দিন ২ মেট্টিক টন করে চাল বরাদ্দ পাবেন। ৩০ টাকা কেজি দরে একজন প্রতিদিন ৫ কেজি করে চাল কিনতে পারবেন আর ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি হবে বলে জানান এই কর্মকর্তা।