নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি—বার্ষিক সম্মেলন-২০২১ আজ ৬ অক্টোবর বুধবার সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর মুক্ত মঞ্চ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা (পৌর পার্ক) এ অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং রংবেরঙের বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের বিপ্লবী সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ৪র্থ বারের মত সফলতার সাথে দেশ পরিচালনা করছেন। তিনি দেশের সেবা করার সুযোগ পেলে জনগণ ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে। যার নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র হয়েছে! এখনও হচ্ছে! ২১শে আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও এদেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগকে। বার বার জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজাতে চাই। তারই অংশ হিসাবে গতকাল জয়পুরহাট আজ চাঁপাইনবাবগঞ্জে সম্মেলন। নতুন নতুন নেতৃত্ব এনে সংগঠনকে শক্তিশালী করা সেই লক্ষ্যে আমাদের এই সম্মেলন। সংগঠনকে শক্তিশালী করতে শুধু জেলা নয়, উপজেলা ইউনিয়নেও সম্মেলন করতে হবে। আগামী নির্বাচনের পূর্বে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাহাউদ্দিন নাছিমের পরামর্শে ঘুরে ঘুরে সারাদেশে সংগঠনকে শক্তিশালী করবো। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা সম্মেলনের মধ্য দিয়ে এমন নেতৃত্ব পেতে চাই যার প্রতি মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা থাকবে, যাকে দেখে তার কথা শুনে মানুষ আকৃষ্ট হবে, মোহিত হবে, তিনিই হবেন একজন যোগ্য নেতা। জাতির পিতার আদর্শের পতাকাকে তিনি সামনে নিয়ে যাবেন। জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা ধন্য, আমরা গর্বিত, আমাদের একজন শেখ হাসিনা আছে। যার নেতৃত্বে বাংলাদেশের ১৭ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। উন্নয়ন অগ্রগতিতে সাফল্যের জন্য জননেত্রী শেখ হাসিনাকে মুকুটমণি উপাধিতে ভূষিত করা হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু থেমে যায় নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই সংগ্রাম চলবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক অপশক্তির কবর রচনা করতে চাই, যতদিন সাম্প্রদায়িক অপশক্তির সকল বীজ আমরা মূলোৎপাটন করতে না পারবো ততদিন আমাদের এ লড়াই সংগ্রাম চলবে। এই পথ পাড়ি দিতে ঐক্যবদ্ধ হয়ে সকলকে জাতির পিতার আর্দশ জানতে হবে। জাতির পিতার আদর্শের সৈনিকদেরকে প্রস্তুত করতে হবে। আমরা মানুষের কাছে যাব, জনগণের কাছে জাতির পিতার জয় গান গাইবো, শেখ হাসিনা’র জয়গান গাইবো। আমাদের শক্তি জনগণ, শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে নিয়ে ক্ষমতায় আসতে চাই। সাজা প্রাপ্ত হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা তারেক জিয়া সন্ত্রাস, দূর্নীতি ও খুনের রাজনীতি করেছে। দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, দেশের বাহিরে বসেও তথ্য সন্ত্রাস করছে। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক, নিরপেক্ষ সরকারের কোন অস্তিত্ত্ব সংবিধানে নেই, তারাই সংবিধানের পবিত্রতা নষ্ট করেছে, তারাই আবার সংবিধানের কথা বলে, অপব্যাখ্যা করে। স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী গোলাম আযম, সাঈদী, সাকা চৌধুরীদেরকে পূণর্বাসন করেছে, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে, শহীদদের অসম্মান করেছে। বাংলার জনগণ এ অপশক্তির ধারক বাহকদের মেনে নিবে না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদেরকে আর কোন সুযোগ দিব না। আমাদের সুসংগঠিত হতে হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে নিশ্চিহ্ন করতে চাই। শান্তিতে বসবাস করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সকলকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান তিনি। রাজনীতি রাজনীতিবিদরাই করবে, জনতার সংগ্রাম চলবে, শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বই, জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণ হলে আমাদের আশা পুরণ হবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা’র হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেবার ব্রত নিয়ে আমাদের পথ চলা। সংগঠনকে আরও বেগবান ও গতিশীল করতে উপজেলা ও ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরী করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ—সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ ইফতেখারুল ইসলাম সুজন। সঞ্চালনা করেন শহিদুল আলম অলক। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ জুয়েল, উপ—মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাতীয় পরিষদ সদস্য মেহেদী হাসান রবিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।