মোঃ শহিদুল ইসলাম শহিদ:
চসিক নির্বাচনে ৩৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজি মোঃ জিয়াউল হক সুমন সিঃইউনিটের বিভিন্ন স্পটে নৌকা প্রতীক ও লাটিম -গ্লাস মার্কায় ভোটা চেয়ে ১৫ জানুয়ারী শুক্রবার বিকেল থেকে গণসংযোগ করেছেন । এসময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, নির্বাচনী পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ কেন্দ্র কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
গন সংযোগ নেতৃবৃন্দরা রেজাউল করিমের নৌকা, সুমনের লাঠিম প্রতীকে ভোট চেয়ে জনগগনের মন জয় করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান। গন সংযোগটি মাদ্রাজী শাহ পাড়াস্থ মেইন রোড থেকে শুরু হয়ে পুরাতন সাইট পাড়া, আকমল আলী রোড, রেল লাইন সহ হাসপাতাল গেট বাজার এলাকায় ঘুরে সিমেন্ট ক্রসিং মোড়ে গিয়ে শেষ হয়।