কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকার বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। আজ ১৫ আগস্ট ( রোববার) সকাল সাড়ে ১০ টার দিকে ভারতের নয়া দিল্লির মেডেন্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক শাহীন আহমেদের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ৩ আসনের সাংসদ ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও ঢাকা ২ আসনের সাংসদ এ্যাড কামরুল ইসলাম। এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের ব্যাক্তিগত সহকারী তোফায়েল আহমেদ জানান, তিনি বেশ কিছুদিন ধরে নিউমনিয়ায় আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য কিছুদিন আগে তাকে ভারতের নয়া দিল্লির মেডেন্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ এখনো ভারতে রয়েছে, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। লাশ দেশে আনা হলে জানাযা ও দাফনের ব্যাপারে স্বিদ্ধান্ত নেয়া হবে।