রাজিবুল হাসান,চট্টগ্রাম থেকে ফিরে♦
চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি চিকিৎসা, রক্তদান কর্মসূচি, ঔষধ ও খাবারসহ ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।আজ (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নগরীর আগ্রাবাদ কনভেনশন হলে ফ্রি চিকিৎসা, ঔষধ, খাবার বিতরণ ও রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ,পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, উপ প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুন, উপ পাট ও বস্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য একেএম আজগর আলী, বোখারী আজম, জাতীয় পরিষদ সদস্য হানিফ চৌধুরী সহ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।