নিজস্ব প্রতিবেদক♦
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত করা হয়।
আজ (২৬ আগস্ট) শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি আলহাজ্ব জহিরুল আলম দোভাষ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফারুক আমজাদ খান, ডঃ মোঃ জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপ- প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুন, উপ -পাট ও বস্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য আজগর আলী, বোখারী আজম, সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি হেলাল উদ্দিন ও অ্যাড. তসলিম উদ্দিন প্রমূখ।
বক্তারা বিএনপি জামাতের সাইবার সন্ত্রাসীদের গুজব সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি সক্রিয় হয়ে। তাদের অশুভ অপতৎপরতা রুখে দিতে বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।