ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
“বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচায় সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দ্রুত যক্ষা শনাক্ত করার যন্ত্র ‘জিন-এক্সপার্ট’ ল্যাবরেটরির শুভ উদ্ভোদন করা হয়েছে। এই মেশিন দিয়ে যক্ষা রোগের চিকিৎসায় প্রধান ড্র্যাগ আরআইএফ রেসিসটেন্স নির্ণয় করা সম্ভব, যা পুরাতন পদ্ধতি এএফবি স্টেইন (জেডএন এবং এলইডি) এ সম্ভব নয়।
মঙ্গলবার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের দ্বিতীয় তলায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী ‘জিন-এক্সপার্ট’ ল্যাবরেটরির শুভ উদ্ভোদন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় যক্ষা বিশেষজ্ঞ ডাঃ রানা চৌধুরী, ডাঃ ফয়সাল আহমেদ রাসেল- ডিএসএমও (টিবি) দিনাজপুর।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বলেন, দুই সপ্তাহের অধিক সময় ধরে যাদের কাশি, শুধু তারা এখানে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবে। এর পাশাপাশি কুষ্ঠ রোগের চিকিৎসাও এখানে দেওয়া হয়।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান মুরাদ, সিনিয়র মেডিকেল অফিসার পার্থ জ্বিময় সরকার, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, যক্ষা ও পুষ্টি নিয়ন্ত্রণ সহকারী, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।