ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট বিক্ষোভ মিছিল, সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রানীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, মোখলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন স্বপন প্রমুখ। এ সময় বক্তারা বিএনপির ৪৪ বছরের সফলতা, আন্দোলন সংগ্রাম ও সরকারের নানা সমালোচনা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে বিকেল ৩ টায় ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের নেতৃত্বে পৌর এলাকার খেতাবমোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
Tags: ঘোড়াঘাট