ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা, কেক কাটা ও ইফতার মাহফিল এর মধ্য দিয়ে ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১লা বৈশাখ সন্ধ্যায় ঘোড়াঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে, ঘোড়াঘাট প্রেস ক্লাবের বর্তমান কমিটির আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিউল আলম ও বিশেষ অতিথি হিসেবে, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রেস ক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সামসুল ইসলাম সামু, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ইফতেখার আহমেদ বাবু প্রমুখ। বক্তব্যে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন সহ অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, এবার রমজান মাস উপলক্ষে প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। তবে আগামী বছরগুলোতে বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি এবং প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার মোড়ক উন্মোচন সহ গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে ।
এ সময় প্রেস ক্লাবের সদস্য মীর হান্নান, শফিকুল ইসলাম শফি, মোহাম্মদ সুলতান কবির, রাফছানজানী শুভ সহ অনেকে উপস্থিত ছিলেন।