ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বুলাকীপুর ইউপি’র সোনারপাড়া লেংড়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীর সোনারপাড়া লেংড়াঘাটে ভেসে আসা পঁচা গলা অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০-৫৫ বছর হবে বলে ধারণা করা হয়। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, স্থানীয়রা করতোয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Tags: ঘোড়াঘাট