ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ধান কাটতে আসা মো: নূর (৩৫) নামের এক রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে ঘোড়াঘাট থানা পুলিশ। বর্তমানে তিনি পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (২৫ মে) রাতে কে বা কাহারা রোহিঙ্গা নূর ইসলাম কে অসুস্থ অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করিয়ে দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার ভাষা বুঝতে না পেরে রোহিঙ্গা মনে করে থানা পুলিশকে খবর দেয়। মোঃ নূর রোহিঙ্গা উখিয় ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এফ এর মকবুল আহমেদ এর ছেলে।
রোহিঙ্গা নূর ইসলাম জানান, গত কয়েক দিন পূর্বে সে সহ আরও একজন রোহিঙ্গা দিনাজপুরের ঘোড়াঘাটে ধান কাটার উদ্দেশ্যে আসে। টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে। অন্যজনের খবর এখনও পাওয়া যায়নি।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি মোঃ নূর কক্সবাজার টেকনাফ ২৭ নং ক্যাম্প এর ব্লক-এফ এর বাসিন্দা। তার সাথে আরো কোন রোহিঙ্গা পালিয়ে এসেছে কিনা, দিনাজপুরে সে কেনইবা এসেছিল সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি। বর্তমানে সে পুলিশ পাহারায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে কক্সবাজার পুলিশ সুপারের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।