ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত
বুধবার (২৭ এপ্রিল) ঘোড়াঘাট থানা চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম।
এ সময় উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যানগন, আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে ঘোড়াঘাট থানা জামে মসজিদের পেশ ইমাম উপস্থিত সকলের মৃত আত্মীয়দের রুহের মাগফেরাত সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।