ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) ঘোড়াঘাট থানা চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির এর সভাপতিত্বে সকাল ১১টায় একটি র্যালী বের হয়ে ঘোড়াঘাট পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হয়ে থানা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রাফিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলার শ্রমিক নেতা মুরাদ হোসেন সহ আরও অনেকে।
আলোচনা সভায় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা, আত্মহত্যা, বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, ইত্যাদি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
এ সময় ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জিমন, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, উপজেলা, পৌর ও ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।