ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট সিটি ব্যাংক আউটলেট শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে পৌরসভার পুরাতন বাজারে সিটি ব্যাংকের আউটলেট এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উওরবঙ্গের বিভাগীয় প্রধান সাইফুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুর সাত্তার মিলন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘোড়াঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুমিনুল ইসলাম, রংপুর এরিয়া ম্যানেজার জয়নাল আবেদিন, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন টেরিটরি অফিসার আবু বক্কর সিদ্দীক সাকিল, ডিএসটি দিনাজপুর মো. রুহুল আমিন ও এজেন্ট মালিক মোঃ মোস্তাফিজুর রহমান সহ অনেকে।