ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘোড়াঘাটে দুই বছরের সাজাপ্রাপ্ত আইমুদ্দিন (৬৫) নামের খুন হওয়া এক ব্যক্তিকে আট বছর পর জীবিত উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
রবিবার (২৪ অক্টোবর) দিবাগ রাতে ঘোড়াঘাট থানার সহকারী উপ-পরিদর্শক রাখিমুজ্জামান রানা সঙ্গীয় ফোর্স মুন্সিগঞ্জের লৌহজং থানার নয়াগাঁও থেকে তাকে আটক করে। তিনি উপজেলার রুপসীপাড়ার ভেকসি এলাকার মৃত কিসমতুল্লাহ ছেলে।
জানা যায়, আইমুদ্দিন তার প্রতিবেশী মোজাহার আলী প্রধানের নিকট ৪২ শতাংশ জমি ৪২০,০০০/ টাকা দামে বিক্রির দলীল রেজিস্ট্রি কালে দেখা যায় ৪২ শতাংশের জায়গায় ৩৬ শতাংশ জমি রয়েছে। এ নিয়ে তখন তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টির এক পর্যায়ে আইমুদ্দিন কৌশলে তার ছেলে মেয়ের নামে জমি লিখে দিয়ে ১৮ মার্চ ২০১৩ সালে আত্মগোপন করে। পরে তার ছেলে আঃ আজিজ বাদী হয়ে মোজাহার আলী সহ আরও কয়েক জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। যা আদালতে বিচারাধীন রয়েছে। অপরদিকে মোজাহার আলী আইমুদ্দিনের নামে একটি প্রতারণার মামলা আদালতে করলে সেই মামলায় আইমুদ্দিনের দুই বছরের সাজা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইমুদ্দিন নামের দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার প্রকৃত রহস্য বিজ্ঞ আদালেতর মধ্যমে উদঘাটন হবে বলে জানান তিনি।