আরিফুল জিমন, ঘোড়াঘাট থেকে:
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (২১শে ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল অফিসার পার্থ জি¦ময় সরকার, ভেটেরিনারি সার্জন ডাঃ রুমানা আকতার রোমী, নব নির্বাচিত চেয়ারম্যান অশাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট প্রেসক্ল বের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জিমন সহ আরো অনেকে।
এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ঘোড়াঘাট থানা, ফায়ার সার্ভিস, ঘোড়াঘাট প্রেসক্লাব, ঘোড়াঘাট সাহিত্য পরিষদ, বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও প্রভাত ফেরী, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে।