ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ১ যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা, র্যালী ও নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট প্রতিনিধি সামসুল ইসলাম সামু’র আয়োজনে মোহনা টিভির দর্শক ফোরামের সভাপতি আতোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, একরামুল হক, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম ইসলাম জিমন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।