ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৭৫০ গ্রাম গাঁজাসহ এনামুল হক (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ১নং বুলাকীপুর ইউপি’র কানাগাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এনামুল হক ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণপুর মরিচার মোঃ মুকুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ভাদুরিয়া বাজার হতে একজন মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রাণীগঞ্জ বাজার এলাকায় আসছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বুলাকীপুর ইউপি’র কানাগাড়ি এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এসময় একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে পুলিশকে দেখে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই এনামুলকে আটক করে পুলিশ। মোটরসাইকেলের হুকের সাথে আটকানো একটি ব্যাগের ভিতরে পলেথিন দ্বারা মোড়ানো ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে জব্দ করা হয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, এনামুল হক নামের একজনকে গাঁজা সহ আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।