ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চাঁদা না পেয়ে ভূমিদস্যু কর্তৃক নাজরিনা মার্ডী নামে এক আদিবাসীর বাড়ীঘর ও পাকা সীমানা প্রাচীর ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৩ এপ্রিল) ওই আদিবাসী বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আবিরের পাড়া গ্রামের নাজরিনা মার্ডী তার দাদার নিকট হইতে দলিলমূলে প্রাপ্ত হইয়া ৩৩ শতক জমিতে দীর্ঘ ৪০ বছর যাবৎ বাড়ীঘর তৈরী করে ইটের সীমানা প্রাচীর নির্মাণ পূর্বক ফলজ বাগান লাগিয়ে ভোগ দখল করে আসিতেছেন। এমতাবস্থায় একই উপজেলার শ্যামপুর গ্রামের মৃত ইসমাইল সিংগাদারের ছেলে খোকা সিংগাদার (৪৫) ওই আদিবাসীর নিকট চাঁদা দাবি করে না পেয়ে দলবল নিয়ে গত ১১ এপ্রিল বাড়ীর মালিকের অনুপস্থিতিতে ভূমিদস্যু খোকা সিংগাদার সহ তার অজ্ঞাতনামা ৬/৭ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ীঘর ও সীমানা প্রাচীর ভাংচুর করে এবং মামলা না করা সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছেন।
অভিযোগের বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।