ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে রানীগঞ্জ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার সহ আরও অনেকে।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রধান, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল সহ সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের উদ্দ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।