ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি সহ ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ১নং বুলাকিপুর ইউপির বেগুনবাড়ী গ্রামের জনৈক মোঃ আঃ আলীম এর চাতালের গদি ঘরের ভিতর জুয়া খেলা অবস্থায় সকলকে আটক করে পুলিশ। এ সম জুয়া খেলার আলামত সরূপ ৪ বান্ডিল খেলার তাস, নগদ ৬৪ হাজার ৫শ ৪৫ টাকা, ব্যবহৃত ৩টি পুরাতন মোটর সাইকেল, ৪টি পুরাতন বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলো, ঘোড়াঘাট থানার কালুপাড়ার মোঃ নায়েব উদ্দিনের ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৫)। মৃত আঃ হালিমের ছেলে মোঃ মোকসেদুল ইসলাম (৩৭), মৃত কাইয়ুম উদ্দিনের ছেলে মোঃ মহিদুল ইসলাম (৪৫), মৃত মনির উদ্দিনের ছেলে মোঃ আঃ মোতালেব (৩৪), মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ শাকিল বাবু (৪০), মোঃ আঃ রহিমের ছেলে মোঃ আবু তাহের (৩০), এদের সকলের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১নং বুলাকিপুর ইউপির বেগুনবাড়ী এলাকা থেকে জুয়া খেলার সময় ৬ জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। পরে দুপুরে আটককৃতদের জুয়া আইনে মামলা রুজু পূর্বক দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।