ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
আসন্ন ঈদ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২৮২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ২৮২ টি পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। ভূমিহীন ও গৃহহীন পরিবারে ৩য় পর্যায়ের আওতায় উপজেলার ৫ শত পরিবারের মধ্যে ২৮২ টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মিগণ উপস্থিত ছিলেন।