ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের উপস্থাপনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুশিনা সরেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল হামিদ, বাশঁমুড়ী সোসাল ওয়েল ফেয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি আবু তাহের, কালুপুকুর সমবায় সমিতির সভাপতি হারুন অর রশিদ, নারী নেত্রী কোহিনুর আক্তার প্রমুখ।
আলোচনার পূর্বে এ্যাকশন এইড ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা রাফিউল আলমের নেতৃত্বে এক বণার্ঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে অতিথিরা সহ জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন।