ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক ওএমএস এর চাল দিলেও বন্ধ করে দেওয়া হয়েছে আটা দেওয়ার কার্যক্রম। সেকারণেই বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ!
জানা যায়, গত ২৫ জুলাই ২০২১ ইং তারিখ থেকে সরকারের ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল এবং ২৬ জুলাই ২০২১ ইং তারিখ থেকে ১৮ টাকা কেজি দরে আটা ৩টি ডিলারের মাধ্যমে ঘোড়াঘাট পৌরসভা এলাকার ৩টি স্পটে উপজেলা খাদ্য অফিসের পরিচালনায় বিক্রি শুরু করা হয়েছিলো। এসব কেন্দ্র থেকে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা নিতে পারতো। কিন্তুু গত ৩১ আগষ্ট ২০২১ ইং এর পর থেকে হঠাৎ করে আটা দেওয়ার কার্যক্রমটি বন্ধ করে দেওয়ায় এলাকার হতদরিদ্র দিনমুজুর, ভ্যানচালক এবং কর্মহীন মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন নিম্ন আয়ের মানুষের সাথে কথা বললে তারা বলেন, সারাদিন ভ্যান-রিক্সা চালিয়ে বা দিনমুজুরী করে ৩০০/৩৫০ টাকা নিয়ে বাড়িতে ফেরাই দুস্কর। তারপরও কষ্ট করে হলেও বৌ-বাচ্চাদের হাতে ২৪০ টাকা দিয়ে পাঠালে তারা সেই ডিলার পয়েন্ট থেকে ৫ কেজি চাল এবং ৫ কেজি আটা সংগ্রহ করে নিয়ে আসতে পারতো। এভাবে কিছুদিন ভালো কাটলেও হটাৎ আমরা জানতে পারি আটা দেওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমাদের হতাশাও বেরে গেছে।
ঘোড়াঘাট উপজেলা খাদ্য কর্মকর্তা (টিসিএফ) মোঃ আতোয়ার রহমান আটা দেওয়া বন্ধ হবার বিষয়ে জানান, বর্তমানে সরকারী ভাবে সিদ্ধান্ত হয়েছে আটা বিক্রি বন্ধ করবার। যদি সরকার আবারও চালের সাথে আটা বিক্রয়ের জন্য নির্দেশনা পাঠায় তাহলে আমরা আবারও কার্যক্রমটি অব্যাহত রাখতে পারবো।
পূনরায় যেনো সরকার কর্তৃক হতদরিদ্র মানুষ চালের সহিত আটা ক্রয় করতে পারে সেই বিষয়টি বিবেচনা করে আটা বিক্রয়ের দাবী করেছেন ভুক্তভোগী সহ অত্র উপজেলার সচেতন মহল।