ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের মাসিক সভা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসার সভাপতিত্বে মাসিক সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু, সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।