ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গত ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত নির্বাচনের উপজেলার ৪ ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত নারী ইউপি সদস্য ও সাধারণ সদস্যসহ ৪৮ জন সদস্য’র শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও আসাদুজ্জামান ভুট্টু সহ আরও অনেকে।
উল্লেখ্য, গত সোমবার দিনাজপুর জেলা পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।