ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে এক অসহায় দরিদ্র পরিবারের বাড়ীঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের বাড়ীঘর ও বিভিন্ন আসবাবপত্র সহ সংসারের ব্যয়-ভার বহনের একমাত্র অবলম্বন চার্জার ভ্যানটিও পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৮ মার্চ) ভোর রাতে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামের ভ্যান চালক কবিরুল ইসলামের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার মুক্তি মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই বাড়ীটি পুড়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও এ ব্যাপারে বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকারের সাথে ফোনে যোগাযোগ করতে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।