ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে ৮ জন মাদকসেবী ও ওয়ারেন্ট ভুক্ত ২ জন সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদের নির্দেশে শুক্রবার (১৭ মে ) বিকেলে থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এসআই অসীম কুমার এবং লিখন কুমারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পরে দুপুরে ৮ মাদকসেবীকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নিকট হাজির করলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত, বাচ্চু পালোয়ানকে ৩০ দিন একই সাথে আশরাফুল ইসলাম, আব্দুল মান্নান, আশিক ও রেজাউল করিমকে ১০ দিন এবং লিটন মোহন্ত, মাসুদুর রহমান ও নজরুল ইসলামকে ৭দিন করে সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ঘোড়াঘাটের ৫ জন, গাইবান্ধার পলাশবাড়ীর ২ জন ও গোবিন্দগঞ্জের ১ জন।
পরে সাজাপ্রাপ্তদের আজ বিকেলে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
Tags: ৮ মাদকসেবীকে