আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
দিনাজপুর ঘোড়াঘাটে প্রায় ৪৫ কেজি ওজনের প্রাচীন শিলালিপি উদ্ধার করেছে পুলিশ। শিলালিপিটির গায়ে লেখা দেখে ধারণা করা হচ্ছে এটি সংস্কৃতি অথবা ফারসি ভাষায় খোদাই করা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে শিলালিপিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের মুসলিম মস্প্রদায়ের একটি কবরস্থানের মাটি সমান করতে গিয়ে ভেকুর চালক শিলাটি দেখতে পায়। পরে ওই ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুল ইসলামকে খবর জানালে তিনি থানায় খবর জানানোর পর পুলিশ শিলাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন বলছেন বহু বছর আগে এখানে জমিদারের বসবাস ছিল। তাই ধারনা করা হচ্ছে এটি কোন জমিদারের কবরের শিলালিপি।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, বর্তমানে শিলালিপিটি পুলিশ হেফাজতে রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।