আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
দিনাজপুরের ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে ছুারিকাঘাতে ২ যুবক খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাদ জোহর নিহতদের দাফন শেষে উত্তেজিত জনতা একত্রিত হয়ে হত্যা মামলার আসামীদের সহ অত্র এলাকার প্রায় শতাধিক ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ওই গ্রামের অধিকাংশ ঘর বাড়িসহ ঘরের ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর গ্রামের ওমর ফারুক ও হায়দার আলীর সাথে জমাজমি নিয়ে বিরোধের জেরে গত বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ওমর ফারুকের লোকজন হায়দার আলীর ছেলে মিম ও ইসমাঈল হোসেনের ছেলে রাকিব হোসেন কে লাঠি সোডা ও ধারালো ছুরি দিয়ে আঘাত করলে মিম ঘটনাস্থলে ও রাকিব হোসেন কে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানায়, লাশ দাফন শেষে এলাকাবাসী উত্তেজিত হয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, খোদাদপুর গ্রামের ওমর ফারুক ও একই এলাকার হায়দার আলীর সাথে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে ২ যুবক নিহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের হলে পুলিশ ওমর ফারুক, তার স্ত্রী ও ছেলে সহ ৪ জন কে আটক করে।