ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
“স্মার্ট ভ‚মিসেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে এ ভ‚মিসেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (১০ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ভ‚মি অফিসের আয়োজনে স্মার্ট ভ‚মিসেবা সপ্তাহ পালিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ভূমিসেবা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও সেবা বিষয়ক প্রদান করেন সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান।
এ সময় তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কোন ব্যক্তি যদি অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকলে সরাসরি তার সাথে কথা বলার জন্য জানান।
অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, ১নং বুলাকিপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু উপস্থিত ছিলেন।