এতে সীরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলীর সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউ’পি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক ইউ’পি চেয়ারম্যান সারোয়ার হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি কামরুজ্জামান সরকার, মাওলানা ফজলুল হক, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মমিনুল ইসলাম, মুফতি মহিবুল্লাহ, মাওলানা মোজাফফর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিঠুন প্রমুখ।

বক্তব্য শেষে মুফতি মনোয়ার হোসেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে ঘোড়াঘাট উপজেলা সহ আশেপাশের এলাকার প্রায় ৫ সহস্রাধিক তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সীরাতে মুস্তাকিম পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সহ সভাপতি মমিনুল ইসলাম টুটুল, সহ সভাপতি মোকছেদ আলী সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।