আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর♦♦
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘোড়াঘাট সাহিত্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বেলা ১২ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান রেবেকা সুলতানা বানু চৌধুরী। আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি মাসুদ রানা, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু প্রমুখ।
এ সময় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনির-উজ জামান মুরাদ, মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, ডাঃ শাহ মোহাম্মদ আহসান হাবীব, ডাঃ নুর ই আজমেরী ঝিলিক পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রবীণদের খাবার ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিকেল অফিসারগণ, নার্স ও কর্মচারীবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
Tags: ঘোড়াঘাট