ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘোড়াঘাট সরকারি খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহের উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলার রাণীগঞ্জ খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্ভোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) অব্দুল আল মামুন কাওসার শেখ।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা ইউনুছ আলী, ইনেসপেক্টর জোসেফ হাঁসদা, রাণীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজবানুল হক, মিল চালাত মালিক মাহফুজার রহমান লাবণ্য, ধান-চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ, গুদামর কম্পিউটার অপারেটর মাসুদ রানা আসাদুজ্জামান আসাদ ও এলাকার কতিপয় গন্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্যগুদাম সূত্রে জানা যায়, এ উপজেলার ৭১টি হ্যাসকিং মিলের সাথে ৬৪২ মি. টন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে। চলতি মসুম ৪৭ টাকা কেজি দর ৬৪২ মি. টন চাল ও ৩৩ টাকা কেজি দর ৮০১ মি. টন ধান কেনা হবে। এই কার্যক্রম আগামী ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এসময় মিল চাতাল মালিক মাহফুজার রহমান লাবণ্য বলেন, বর্তমান বাজার দরের চেয়ে সরকারি দেওয়া দাম চাল সরবরাহ করতে গিয়ে দেশের স্বার্থে বিবেচনা করে তাঁদের কেজি প্রতি চাল ৩ টাকা করে লােকসান দিয়ে গুদাম সরবরাহ করতে হয়েছে। এছাড়া বাজার দরের তুলনায় সরকারি ভাবে ধানের মূল্য কম হওয়ায় এবারও ধান কেনার লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে তারা মনে করেছেন।
উপজেলা কৃষি দপ্তর থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ জন কৃষকের তালিকা উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয় দাখিল করা হয়েছে বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুজ্জামান।