আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর◊◊
বাংলাদেশের আধুনিক ক্রিয়াঙ্গনের অন্যতম পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, রানিগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু প্রমুখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনির-উজ্জামান মুরাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ওয়্যারহাউজ ইন্সপেক্টর (ঢাকা) সংযুক্ত-ঘোড়াঘাট ফায়ার স্টেশন নিরঞ্জন সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আব্দুর রেজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
পরে ঘোড়াঘাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের পূর্বে উপজেলা চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।