ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় কাউলুস মার্ডি (৪০) নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের দুই আরোহী। নিহত কাউলুস মার্ডি ঘোড়াঘাট উপজেলার আবিরেরপাড়া গ্রামের মৃত শিবচরণ মার্ডির ছেলে।
শুক্রবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মিশনমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত মোটরসাইকেল আরোহীরা হলো ইকবাল হোসেন মন্ডলের ছেলে রাকিব হাসান (১৭) ও মতিন মন্ডলের ছেলে বুলেট (২১)। তারা দুজন পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।
জানাযায়, আহত চাচা-ভাতিজা মোটরসাইকেল নিয়ে ঘোড়াঘাট থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। একই সময় রাস্তা পার হবার চেষ্টা করছিল কাউলুস মার্ডি। এসময় চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রন হারিয়ে কাউলুসকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে হাসপাতালেই প্রাণ যায় কাউলুস মার্ডির। অপরদিকে আহত দুজনের অবস্থা অশংকাজনক হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদ সামশ।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, নিহত ও অহতদের পরিবারের লোকজন থানায় আসার পর আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।